বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৮ মে ২০২২, ০০:০০

মোবাইল ফোন উদ্ধার

ম বাগেরহাট সদর প্রতিনিধি

বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ। সোমবার বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে এই মুঠোফোন হস্তান্তর করেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেলের বাগেরহাটের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এসএম আশরামুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জিডির সূত্র ধরে তারা ২৫টি ফোন উদ্ধার করেছেন। জেলা পুলিশের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

জনঅবহিতকরণ সভা

ম দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে সোমবার উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে ইউএনও ফারহানা আলীর সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় মূল আলোচক ছিলেন তথ্য কমিশনের সহকারী পরিচালক শাহাদত হোসাইন। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড সূচি রানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন।

মহানাম যজ্ঞানুষ্ঠান

ম বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

আজ (বুধবার) সন্ধ্যায় শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে খুলনার বটিয়াঘাটার বাজার নাট মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ১১তম অষ্ট প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠান। নামামৃত পরিবেশন করবেন প্রভু প্রিয়া সম্প্রদায়ের অনিমা বাইন, বঙ্কু বিহারি সম্প্রদায়ের দেবাশীষ মন্ডল, কানুগোপাল সম্প্রদায়ের বিমল ঘরামী, শচীনন্দ সম্প্রদায়ের সুমন চক্রবর্তী ও কৃষ্ণভক্ত সম্প্রদায়ের সঞ্জয় গাইন।

মতবিনিময় সভা

ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জন্ম-মৃতু্য নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন ও পৌর মেয়র সেলিম রেজা লিপন। সভায় উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, পৌর সচিব, ইউনিয়ন পরিষদ সচিব, প্রাথমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি সদস্য, ইউডিসি উদ্যোক্তা ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

ত্রিবার্ষিক সম্মেলন

ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌর আওয়ামী লীগের কাউন্সিলে মীর্জা শরিফুল ইসলাম শরিফ সভাপতি ও আব্দুল মজিদ প্রামাণিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে দলীয় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। কাউন্সিলে সভাপতি পদে মীর্জা শরিফুল ইসলাম শরিফ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ প্রামাণিক পেয়েছেন ১৩৪ ভোট। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আব্দুল মমিন মন্ডল এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ঢাকার বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রত্নপুর ইউনিয়নের ১৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে মোল্যারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা পরিচালনা করেন প্রধান শিক্ষক আবুল কালাম, নিহার বিশ্বাস, শ্যামপ্রসাদ ঢালি, অরুণ কৃষ্ণ হালদার, অজিৎ কুমার সমদ্দার, নমিতা বাড়ৈ, সুবোধ চন্দ্র সরকার প্রমুখ।

প্রোগ্রামিং কর্মশালা

ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার বরুড়ায় চতুর্থ শিল্প বিপস্নবের চ্যালেঞ্জ মোকাবিলায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের আইএলসি ল্যাবে চলছে ৩ দিনব্যাপী শিক্ষার্থীদের রোবোটিক্স ও প্রোগ্রামিং কর্মশালা। সোমবার থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিয়েছে।

মাছ মারার অভিযোগ

ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বুইচিতলা গ্রামের পদ্মবিল নামে ১২০ বিঘার একটি জলাশয়ে রোববার বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জানা গেছে, দীর্ঘ ১৮ বছর ধরে স্থানীয় গোলাম গং এই জলাশয় ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। পরে মামুন নামে একজন ওই জলাশয়ে একাংশ নেন। গোলামগং অভিযোগ করে বলেন, মামুনগং তাদের না জানিয়ে জলাশয়ে বিষ দিয়েছে। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ম ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এনসিসি ব্যাংকের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে। শহরের মুজিব সড়কে এনসিসি ব্যাংকের ফরিদপুর শাখায় মঙ্গলবার কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র অমিতাভ বোস। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুর শাখার ম্যানেজার প্রবীর কুমকার সাহা, ব্যবসায়ী জালাল খন্দকার, এনজিও কর্মকর্তা সাব্বির, বেলায়েত হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন-অতিরিক্ত উপকারভোগী নির্বাচন সংক্রান্ত এ প্রশিক্ষণ কর্মশালায় এসি ল্যান্ড শাহরিয়ার হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম কেরু, প্রভাষক বজলুর রহমান ও ইউএনডিপি'র ধনেশ চন্দ্র শীল।

মূল্যায়ন সভা

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্রের মিলনায়তনে সোমবার বার্ষিক গবেষণা অগ্রগতি মনিটরিং ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ। সভায় মনিটরিং কমিটির সদস্য ডক্টর জুলফিকার আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা) শহিদুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিকল্পনা-২) শায়লা সুলতানা মিলি প্রমুখ ছিলেন।

এসএমই ঋণ বিতরণ

ম হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিআরডিবি ৩য় পর্যায়ে ১০ জন সদস্যের মধ্যে দুই বছর মেয়াদি ১৪ লাখ টাকা এসএমই প্রণোদনা ঋণ সোমবার বিতরণ করা হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কনফারেন্স রুমে বিআরডিবির সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবির মহাসচিব এনামুল হক।

সংবাদ সম্মেলন

ম সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে মানক্ষুণ্ন করার প্রতিবাদে রোববার সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী জনি হাসান লাবু, সেলিম হোসেন ও করোব আলী। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী লাবু বলেন, কুরবান আলী নামে একজন তার ফেসবুক আইডিতে তাকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে। তিনি বিগত দিনে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটে হেরে যান। জনগণের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এদিকে সেলিম হোসেন ও করোব আলী অভিযোগ করে বলেন, সাংবাদিক সাইফুল ইসলাম তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।

শ্রেষ্ঠ ভূমি অফিসার

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ভূমি অফিসার হয়েছেন পার্বতীপুরের এসি ল্যান্ড প্রীতম সাহা। ভূমি মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা মূল্যায়নে (এসি ল্যান্ড) জেলা পর্যায়ে দিনাজপুরে শ্রেষ্ঠ এসি ল্যান্ড হয়েছেন তিনি। জেলার ১৩টি উপজেলার মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। ৩৫তম বিসিএস প্রশাসনের কর্মকর্তা প্রীতম সাহা ৯ মাস আগে এসি ল্যান্ড হিসেবে পার্বতীপুরে যোগদান করেন। তিনি সততার সঙ্গে তার অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই শতাধিক মাদক অপরাধীকে বিভিন্ন শাস্তি দিয়েছেন। এর আগে যশোরে কর্মরত অবস্থায়ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সরকারের শুদ্ধাচার সনদে ভূষিত হন।

দলিল হস্তান্তর

ম ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের হাবেলী গোপালপুরে অবস্থিত পুলিশ ফাঁড়ির জমি সোমবার হস্তান্তর করা হয়েছে। দলিল হস্তান্তর অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামানের (বিপিএম সেবা) সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হেলালুদ্দিন ভুইয়া, ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুনীল কুমার কর্মকার, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মানিক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

যন্ত্রপাতি বিতরণ

ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় উপজেলা কৃষি অফিসে মঙ্গলবার মতবিনিময় ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে উপজেলা সদরের কৃষক নুর আলমকে ২৮ লাখ টাকা মূল্যের কম্বাইন হারভেস্টার (ধান মাড়াই) মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ অনুষ্ঠিত

ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ইউএনও তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাটোর জেলা কমান্ড্যান্ট মোহা. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি আক্তার।

প্রশিক্ষণ কর্মসূচি

ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত এই প্রশিক্ষণে এসিল্যান্ড জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার, তথ্য কমিশনের সহকারী পরিচালক সালাহ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ।

পুলিশের সভা

ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় নিরাপদ সড়ক ও সুস্থ যাত্রা নিশ্চিত করতে এবং মোটর সাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সোমবার বিট পুশিলং সভা, চিত্র প্রদর্শনী ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ডামুড্যা থানা বিট পুলিশের উদ্যোগ বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ। উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার প্রমুখ।

পরিচিতি সভা

ম কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে 'উচ্চারণ' এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা সোমবার অনুষ্ঠিত হয়। ভূষণ রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারুল আজিম আনার এমপি। জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেলের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামন সোহেল ও সংরক্ষিত ওয়ার্ডের বীণা।

সংবর্ধনা প্রদান

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

কর্মক্ষেত্রে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ ডিজি স্বর্ণপদক লাভ করায় খুলনার পাইকগাছা উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু হানিফকে সোমবার সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সহকর্মীদের পক্ষ থেকে দেওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রশিক্ষক আলতাপ হোসেন মুকুল, প্রভাষক বজলুর রহমান, জিএম মিজানুর রহমান, ফয়সাল হোসেন, কামরুজ্জামান, নীল কোমল মন্ডল, সোহাগ গাজী, আব্দুস সামাদ প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ছাগল লালন-পালন ব্যবস্থাপনা প্রজনন কৌশল ও রেকর্ড সংরক্ষণ শীর্ষক পাঁঠা পালনকারীদের দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বস্নাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডা. গোলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং কর্মকর্তা ডা. ওয়াহেদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, ছাগল উন্নয়ন খামারের প্রাণিসম্পদ কর্মকর্তা আরমান আলি প্রমুখ।

সমন্বয় সভা

ম পঞ্চগড় প্রতিনিধি

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে পঞ্চগড়ে জেলা পর্যায়ে সমন্বয় কমিটির সভা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর জানান, আগামী ২০ মে থেকে ৬ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এরপর নিবন্ধন হবে ১০ জুন থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ২০০৭ সালের জানুয়ারি মাস বা এর আগে জন্মগ্রহণকারীরা ভোটার হতে পারবেন। সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর ইউএনও মাসুদুল হক, প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কমিটি গঠন

ম গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকারকে সভাপতি এবং গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ২০ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বারি'র প্রটোকল অফিসার আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির ১১তম দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভা

ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন সোমবার খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) তৈয়ব আলী, পরিচালক (প্রচার ও সমন্বয়) শিপলু জামান, ফেনী জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনির, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী, রামগড়ের সহকারী তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

৩ বসতঘরে আগুন

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে আগুনে ৩টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ গন্ডামারা ৩ নং ওয়ার্ডের হাবিবুর রহমানের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ইলিয়াছ, ইউছুফ ও জাফর। বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে রাস্তাঘাটের বেহাল অবস্থায় তাদের পৌঁছাতে দেরি হয়ে যায়।

ওয়েটিং রুম উদ্বোধন

ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান, নুরে আলম মুক্তা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা আজিমুদ্দিন আশিক, চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ অনুষ্ঠিত

ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্থানীয় অডিটোরিয়ামে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহাআলম খান প্রমুখ।

দ্রম্নতযান এক্সপ্রেসের

টয়লেটে বীর

মুক্তিযোদ্ধার মরদেহ

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দ্রম্নতযান এক্সপ্রেসের একটি বগির টয়লেট থেকে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আব্দুল আজিজ শেখ (৭৪) নামে ওই বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের আমীর উদ্দিন শেখের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। এর আগে তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রম্নতযান এক্সপ্রেস ট্রেনে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হয়েছিলেন আব্দুল আজিজ। তিনি মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন কাজে ফুলবাড়ী যাচ্ছিলেন। মঙ্গলবার সকালে ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের পৌঁছালে রেল পুলিশের মাধ্যমে ট্রেনের টয়লেটে মরদেহের খবর পায় পঞ্চগড় সদর থানা পুলিশ। রেল পুলিশের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে টয়লেটে মৃতু্য হয় তার।

ঝিনাইদহ হাসপাতালে

লিফটে আটকে

পড়াদের উদ্ধার

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটে আটকে পড়া নারী শিশুসহ ১১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার দিকে। আধ ঘণ্টা আটকে থাকার পর ৯৯৯ এ কল পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে।

সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটের মাধ্যমে উপরে রোগীদের কাছে যাচ্ছিল স্বজনরা। এ সময় কিছুটা উপরে ওঠার পর পর তিনটা ধাক্কা দিয়ে হঠাৎ লিফটটা আটকে যায়। এ সময় ভিতরে থাকা নারী-পুরুষ ও শিশুরা বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এর মধ্যে একজন ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।

লিফটে আটকে থাকা সাংস্কৃতিক কর্মী ইকরামুল হক লিকু জানান, সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে একটি রোগী দেখতে গিয়েছিলেন। লিফটে উঠলে কিছুক্ষণের মধ্যেই ঝাঁকি দিয়ে আটকে যায়। লিফটের ভেতরে ইমারজেন্সি নাম্বার দেখে ফোন দিলে বলে 'এখন আমার ডিউটি নেই, আমি কি করতে পারি।' এমন সময় একটি ছেলে ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সবাইকে বের করে আনে।

তেঁতুলিয়ায় জমি নিয়ে

দ্বন্দ্বে প্রতিপক্ষের

হামলায় নিহত ১

ম তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইয়ুব আলী (৬২) নামে একজনের মৃতু্য হয়েছে। আইয়ুব আলীর উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগরবাড়ি গ্রামের সালেখা'র ছেলে। তার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া।

রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্য হয় আইয়ুব আলীর। এর আগে গত ৪ মে বিকালে দগরবাড়ি গ্রামে আইয়ুব আলীর পরিবারের ওপর প্রতিপক্ষর হামলা চালালে ১০ জন গুরুতর আহন হন। হামলার ১১ দিন পর আইয়ুব আলী মারা যান।

এ বিষয়ে মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তারাকান্দায় বিদ্যালয়ের গস্নাস ভাঙচুরের অভিযোগ

ম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় স্কুল চলাকালীন সময়ে মাঠে ফুটবল খেলতে বাধা দেওয়ায় বিদ্যালয় ভবনের গস্নাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার চরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকালে চরপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালে মাঠে বহিরাগত ১০-১৫ জন যুবক ফুটবল খেলছিল। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ফুটবল খেলতে নিষেধ করেন। এতে দুর্বৃত্তরা মাঠ থেকে চলে যাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপ করে বিদ্যালয় ভবনের কয়েকটি থাই গস্নাস ভাংচুর করে।

এ বিষয়ে চরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানান, বহিরাগত ১৫-২০ জন যুবক স্কুল চলাকালীন সময়ে মাঠে ফুটবল খেলতে থাকে। তখন তিনিসহ কয়েকজন শিক্ষক তাদের সে সময় খেলতে নিষেধ করলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে গস্নাস ভাংচুর করে চলে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে