মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ম স্বদেশ ডেস্ক
  ১৮ মে ২০২২, ০০:০০

নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। তিনি ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ৫ বছর নির্বাসন শেষে দেশের মাটিতে ফিরে আসেন। এ উপলক্ষে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মু্যরালে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট-

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিতু মিয়া, খাজাউর রহমান মোলস্না, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জামিলুর রহমান মিরন ও সুভাষ চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

গাইবান্ধা : মঙ্গলবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ পৃথক কর্মসূচি পালন করে। দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুলস্নাহ হারুন। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি শহীদুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রণজিৎ বকসী সূর্য, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ।

এদিকে, দিবসটি উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

নাটোর : নাটোরে শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপস্নবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, সরকার সালেহ আহম্মেদ সজল, মোশাররফ হোসেন বকুল, আব্দুর রশিদ পটু প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোলস্না, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল প্রমুখ।

চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চিলমারীতে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ?্যক্ষ জাকির হোসেন, জয়নুল আবেদিন যুবরাজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আইনবিষয়ক সম্পাদক অধ?্যাপক মামুন অর রশিদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রীর হিজাল বাড়িস্থ মুন্সী আরফান আলী বৈঠক খানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া প্রমুখ।

কাজিপুর (সিরাজগঞ্জ) : কাজিপুরে দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ সভাপতি রেফাজউদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর মেয়র আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে