শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের অপেক্ষায় কউক ভবনের যাত্রা

ম কক্সবাজার প্রতিনিধি
  ১৮ মে ২০২২, ০০:০০

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ (বুধবার)। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি কউকের নবনির্মিত ১০ তলা অফিস ভবনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ।

কক্সবাজার গণপূর্ত বিভাগ ও স্থাপত্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অফিস প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ বলেন, মহাপরিকল্পনা অনুযায়ী কক্সবাজারকে আধুনিক, আকর্ষণীয় ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে সাজানোর প্রথম যাত্রা এ কউক ভবন। ভবন নির্মাণে মোট প্রকল্প ব্যয় ১১৪ কোটি ৩৭ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা সাশ্রয় হয়। প্রকল্প থেকে সাশ্রয় হওয়া টাকা সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। কক্সবাজারকে ঘিরে সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী একটি আধুনিক, আকর্ষণীয় ও পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়ন করা সহজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে