রাজাপুরে গণহত্যা দিবস পালিত

প্রকাশ | ১৮ মে ২০২২, ০০:০০

ম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দক্ষিণ কাঠিপাড়া বধ্যভূমিতে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্ব্বলন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা লাইজু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, শাহ-আলম নান্নু, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শান্তি রঞ্জন বড়াল, মালতি রানি মিস্ত্রি প্রমুখ। উলেস্নখ্য, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই স্থানে আশ্রয় নেয়। রাজাকাররা তা টের পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে খবর দেয়। ১৭ মে হানাদার বাহিনী সেখানে গিয়ে গণহত্যা চালিয়ে গণকবর দেওয়া হয়।