শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

ম বরিশাল অফিস
  ১৮ মে ২০২২, ০০:০০

বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ, জলাবদ্ধতা নিরসনে খাল-ড্রেন ও ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারসহ কয়েক দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সোমবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সাংগঠনিক সম্পাদক মানিক হাওলাদার, জেলা সংগঠক গোলাম রসুল, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মলিস্নক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সংগ্রাম পরিষদের ২৫ নং ওয়ার্ড সভাপতি শাহীন শরীফ, ২১ নং ওয়ার্ড সভাপতি ফজলুর, ১ নং ওয়ার্ড সভাপতি মো. মানিক, ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে