দুর্ঘটনাকবলিত সেই বাসচালক গ্রেপ্তার

প্রকাশ | ১৮ মে ২০২২, ০০:০০

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় রাজিব পরিবহণের চালক শংকর দাসকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ। শংকর দাসের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুদিঘাট গ্রামে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, গোপন সংবাদে জানা যায় শংকর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনাও করছিলেন। তারপর খুলনা পুলিশের সহযোগিতায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল খুলনা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে। গত শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-প্রাইভেটকার-মোটর সাইকেলের সংঘর্ষে শংকর দাস পা ভেঙে আহত হন।