৫১ হাজার টাকার বিদু্যৎ বিল বকেয়া বাতির নিচে অন্ধকার রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ

প্রকাশ | ১৮ মে ২০২২, ০০:০০

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে বিদু্যতের লাইন থাকলেও একমাস ধরে সংযোগ না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন ইউনিয়নবাসী। ৫১ হাজার টাকা বিদু্যৎ বিল বকেয়া থাকায় ওই ইউনিয়নের সংযোগ বিছিন্ন করা হয়েছে। ফলে জন্মনিবন্ধন থেকে শুরু করে তহশিল অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন সরকার রাজস্ব হারাচ্ছে কয়েক হাজার টাকা। ভুক্তভোগীরা জানান, উপজেলার ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে বৈদু্যতিক লাইন রয়েছে। সেখানে বিদু্যৎ সংযোগও ছিল। কিন্তু দীর্ঘ ২৩ মাসের ৫১ হাজার টাকা বিদু্যৎ বিল বকেয়া থাকায় বিদু্যৎ অফিস থেকে চলতি বছরের ১৯ এপ্রিল সংযোগটি বিছিন্ন করে দেয়। এরপর থেকে সেখানে অন্ধকার নেমে আসে। বিদু্যৎবিহীন জন্ম নিবন্ধন উঠানো, সংশোধন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তথ্য সেবা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি ইউনিয়ন তহশিল অফিসের কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়ার পথে। সোমবার সকালে সেবা নিতে আসা অবিনাশ চন্দ্র রায়সহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, শিশুর জন্মনিবন্ধন নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। পরিষদে বিদু্যৎ সংযোগ না থাকায় তারা আবেদন পর্যন্ত করতে পারছেন না। ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক জানান, বিদু্যৎ না থাকায় পরিষদে সবাই গরমে অতিষ্ঠ। তথ্য সেবা ও তহসিল অফিসের সব কার্যক্রম বন্ধ। তহবিলে একটি টাকাও নেই। এমনকি পূর্বের চেয়ারম্যান তাকে এখন পর্যন্ত দায়িত্ব বুঝে দেননি। ইউনিয়ন পরিষদে অনেক অনিয়ম রয়েছে।