বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্ণীপুরে মাদ্রাসা ছাত্রী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

ম লক্ষ্ণীপুর প্রতিনিধি
  ১৯ মে ২০২২, ০০:০০

লক্ষ্ণীপুরের রায়পুরে রোজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন।

নিহত রোজিনা পৌরসভার দেনায়েতপুর গ্রামের বিধবা মনোয়ারা বেগমের পালক মেয়ে।

দন্ডপ্রাপ্তরা হলেন- রায়পুর পৌরসভার আমির হোসেন আল আমিন ওরফে কয়লা (২৬), হুমায়ূন কবির (৩৪), আঁখি আক্তার রুমা (২৫) ও মো. বাহার ওরফে জামাই বাহার (৩১)।

লক্ষ্ণীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, প্রধান অভিযুক্ত আমির হোসেন আল আমিনের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর অন্য আসামিদের সহযোগিতায় রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পরদিন রোজিনার মা মনোয়ারা বেগম বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন। পুলিশের তদন্তে চারজন ঘটনায় জড়িত থাকার বিষয়টি শনাক্ত হলে আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে