সংবাদ সঙ্কপে

প্রকাশ | ১৯ মে ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
আখাউড়ায় শিয়াল জবাই করে মাংস ভাগবাটোয়ারা ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি ও ভাগ-বাটোয়ারা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ছতুরা শরীফ গ্রামের কয়েকটি পরিবারের লোকজন দুটি শিয়াল ধরে একটি জবাই করে মাংস ও ভাগ-বাটোয়ারা করে নেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি শিয়াল জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। পরে গাছে বাঁধা অবস্থায় জীবিত একটি শিয়াল উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়। ধরখার পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার বাদৈর গ্রামের অটোরিকশা চালক আসলাম ও ফোরকান কিছু লোক নিয়ে তন্তর বাজার এলাকায় একটি শিয়াল জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা ও কিছু মাংস বিক্রি করেন। এ ব্যাপারে আখাউড়া ইউএনও রোমানা আক্তার বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্বামীকে বিষাক্ত ইনজেকশনে হত্যার চেষ্টা, স্ত্রী আটক ম স্টাফ রিপোর্টার, যশোর যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েছেন স্ত্রী। মঙ্গলবার সকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের দায়িত্বরত সেবিকারা জানান, ঝিকরগাছা উপজেলার নূর ইসলাম অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসেন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এখানে তার প্রথম স্ত্রী জয়গুন নেসা (৪৫) একটি শিশি থেকে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ নিয়ে স্বামীর হাতের ক্যানোলায় পুশ করার চেষ্টা করেন। এ সময় পাশের বেডের রোগীর স্বজনদের বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সেবিকাদের খবর দেন। পরে তারা এসে জয়গুন নেসাকে ধরে ফেলেন। ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বামী নূর ইসলাম দ্বিতীয় বিয়ে করায় তাকে হত্যার পরিকল্পনা করেন। \হ ঠাকুরগাঁওয়ে মাটির নিচে বিপুল পরিমাণ রাইফেল ও গুলি ম ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় মাটির নিচ থেকে ২৪টি থ্রিনট থ্রি ও তিনটি এসএলআরসহ গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশ্রমপাড়া এলাকায় ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এবং পরে এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। এসব অস্ত্র সেই সময়ের বলে ধারণা তাদের। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়লে মাটির নিচে থাকা একটি ট্রাঙ্কভর্তি পুরনো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তদন্তসাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। হল পরিদর্শন ম বরিশাল অফিস বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. ছাদেকুল আরেফিন। বুধবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন। একইসঙ্গে খাবারের মান ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হল-সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এ সময় উপাচার্যর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ডক্টর মো. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া উপস্থিত ছিলেন। সমন্বয় সভা ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং ইউএনও মুন মুন জাহান লিজার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক। নির্বাচনী সভা ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছনুয়ার মন মিয়াজির বাজার, বলি বাজার, বড় মাদ্রাসার টেক ও নিজ বাসভবনে সামনে এই পথসভা ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, কৃষকলীগ নেতা মুহাম্মদ শফি, ছনুয়া উন্নয়ন ফোরামের সভাপতি এনামুল হক বাহাদুর উপস্থিত ছিলেন। কার্যালয় উদ্বোধন ম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে নাগরিক পস্নাটফরম কমিউনিটি ওয়াচ গ্রম্নপ (সিডবিস্নউজি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কার্যালয় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) ম্যানেজার (গ্রান্টস) আলেয়া ফেরদৌসি, গণসাক্ষরতা অভিযানের প্রজেক্ট কো-অর্ডিনেটর রোকন উদ্দিন। ঘরে আগুন ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় দুর্বৃত্তের দেওয়া আগুনে বসতঘরের আংশিক ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস গ্রামের ফোরকান সরদারের বাড়িতে। ভুক্তভোগী ফোরকান সরদারের স্ত্রী মোসা. সাহিদা বেগম জানান, গত সোমবার রাত আড়াইটার দিকে তিনি ঘুম থেকে উঠে ঘরের দক্ষিণ পার্শ্বের বারান্দায় আগুন জ্বলতে দেখেন। এ সময় ঘরের উত্তর পার্শ্বের রান্নাঘরেও আগুন জ্বলতে দেখেন তিনি। তার ডাকচিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির সভা ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইউএনও এসএম শান্তনু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল। সভায় মুখ্য আলোচক ছিলেন- জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক। অবহিতকরণ সভা ম পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর পাংশায় জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর আওতায় উপজেলা শুমারি-জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাংশা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- এসি ল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম। হেলথ ক্যাম্প ম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিরাপদ মাতৃত্ব ও পুষ্টি অনুশীলন বিষয়ক হেলথ ক্যাম্প বুধবার অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকী। এনজিও ডিনেটের আয়োজনে উপজেলার চকমিরপুর উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যকর্মীরা এ সেবা দেন। এ সময় ডিনেটের নির্বাহী পরিচালক এম শাহাদাত হোসেন, যুগ্ম পরিচালক আসিফ আহমেদ তন্ময়, এডিএম কামরুজ্জামান, ডিনেটের হেড অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডা. নিলুফার পারভীন, চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। মৌলিক প্রশিক্ষণ ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব সুব্রত পাল চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুনীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান খান, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, সদর ইউএনও মো. মাইনউদ্দিন, রাজৈর ইউএনও মো. আনিসুজ্জামান। মতবিনিময় সভা ম বাগেরহাট সদর প্রতিনিধি বাগেরহাটে 'অপরাজিতা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে' প্রকল্পের জেলা পর্যায়ে বিভিন্ন নারী নেটওয়ার্কের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও রূপান্তরের সদর উপজেলা সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চলনায় সভায় অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফা খানম, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর আসমা আজাদ, লুনা সিদ্দিকী। ফুটবল টুর্নামেন্ট ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলার রামেশ্বর হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, সাব-রেজিস্ট্রার বিদু্যৎ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার। আলোচনা সভা ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের চন্দনাইশে কারিতাসের উদ্যোগে 'ভালোবাসা ও সেবার বীজ বুনি, শান্তিময় বিশ্ব গড়ি'- এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কারিতাসের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন, বিষ্ণুযশা চক্রবর্তী, বিনয় মিত্র ভিক্ষু, সিস্টার জিতা রেমা, এনজিও সমন্বয়কারী নুরুল হক, ব্র্যাকের বাবুল মিয়া। সমাবেশ অনুষ্ঠিত ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের কালিয়ায় আনসার ও ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ ও কালিয়া পৌরমেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহরিয়ার আহম্মেদ, কমান্ডার শওকত আলী, ইউনিয়ন দলপতি তামমিমা রহমান প্রমুখ। প্রতিষ্ঠান উদ্বোধন ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় 'বর্ণমালা কিন্ডারগার্টেন'-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার বাতিখালী ৯নং ওয়ার্ডস্থ কলেজ রোডে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা কিন্ডারগার্টেনের সভাপতি এমএম আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মনোতোষ কুমার বৈদ্য। ইউএনও'র যোগদান ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বরুড়ায় ইউএনও হিসেবে সাবরিনা আফরিন মুস্তাফা যোগদান করেছেন। গত ৩ মাস ধরে বরুড়ায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন বরুড়া এসি ল্যান্ড মীর রাশেদুজ্জামান রাশেদ। গত ১৬ মে বরুড়া ইউএনও সাবরিনা আফরিন মুস্তাফা ও লালমাই ইউএনও ফোরকান এলাহী অনুপমর যোগদান উপলক্ষে ভারপ্রাপ্ত ইউএনও এবং এসি ল্যান্ড মীর রাশেদুজ্জামান রাশেদের পক্ষ থেকে বরুড়া অফিসার্স ক্লাবে নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়। মিলাদ মাহফিল ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদ উলস্নাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। মতবিনিময় সভা ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গরিবুলস্নাহ দবির উপস্থিত ছিলেন। সমন্বয় সভা ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের সব কর্মকান্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. মনোয়ার হোসেন, বাগেরহাট জেলার এলজিএসপি-৩ এর জেলা ফ্যাসিলিটেটের কৃষিবিদ পার্থ প্রতীম সেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অমিত রায় চৌধুরী। খাবার বিতরণ ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি সিলেটের গোয়াইনঘাটে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলমের ব্যক্তিগত পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। টুর্নামেন্ট উদ্বোধন ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জীবননগর থানা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় সীমান্ত ইউনিয়ন ও কেডিকে ইউনিয়ন অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোটবাবু। ক্যাম্প অনুষ্ঠিত ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় আরআরএফের সমৃদ্ধি কর্মসূচির আওতায় মা, শিশু ও হৃদরোগ বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গদাইপুরস্থ সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আরআরএফের খুলনা জোনের চুকনগর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান। এ সময় রোগী দেখেন ডাক্তার তানজিমা তাবাসুম চায়না ও ডাক্তার জিএম ফরহাদুজ্জামান। সমাপনী অনুষ্ঠান ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পার্বতীপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা। অনুদান বিতরণ ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় করোনায় ক্ষতিগ্রস্ত উপকারভোগী পরিবারের মধ্যে আরইএলআই প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার রফা ইউনিয়নের লয়খা নব উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ। এ সময় এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এজেডএম সাখাওয়াত হোসেন, ডিরেক্টর অপারেশন মো. গোলাম ফারুক, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, এসি ল্যান্ড কাউছার আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আনন্দর্ যালি ম গাজীপুর প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দর্ যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে টঙ্গীতে এর্ যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান রাসেল সরকার, মো. সাইফুল ইসলাম ও এসএম আলমগীর হোসেন। এতে মহানগর যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভা ম বাগেরহাট সদর প্রতিনিধি বাগেরহাট প্রেস ক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় নির্বাহী কমিটির মেয়াদকাল ১ বছর ে থেকে উন্নীত করে ২ বছর করা হয়েছে। একই সাথে নির্বাচন প্রতি দুই বছর পরপর ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে এবং এ বছর থেকে এই মেয়াদকাল কার্যকর হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বাগেরহাট প্রেস ক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী সাবেক সভাপতি শেখ আহসানুল করিম। অভিজ্ঞতা বিনিময় ম চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে নতুন একটি আলমারি ও ডিজিটাল প্রিন্টার যুক্ত করা হয়েছে। সোমবার এসবের উদ্বোধন করেন চবি সাংবাদিক সমিতির উপদেষ্টা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক। পরে চবিসাসের ধারাবাহিক আয়োজন 'গল্পে আড্ডায়' সাংবাদিকতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। 'গল্পে-আড্ডায় সাংবাদিকতা'র দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন চবিসাসের সাবেক সভাপতি, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক হুমায়ুন মাসুদ ও চবিসাসের সাবেক সাধারণ সম্পাদক এবং আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক তাসনিম হাসান। চবিসাসের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনা ও সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিথিরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভা ম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিতে নেতৃত্ব দেন। স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মকলেছুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি কল্যাণ কুমার ঘোষ, মো. জহিরুল হক প্রধান, মো. কামরুজ্জামান গোলাপ। দিবস উদযাপিত ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাকি বিলস্নাহ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি। সমাবেশ অনুষ্ঠিত ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারীতে আনসার ও ভিডিপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পিযুষ কুমার ঘোষ। কাজ উদ্বোধন ম ফকিরহাট (বাগেরহাট প্রতিনিধি) বাগেরহাটের ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা কাসেম আলী খালের উপর ১৪ মিটার সেতুর নির্মাণে ঢালাই কাজের উদ্বোধন করেন ইউএনও মো. মনোয়ার হোসেন। মঙ্গলবার উদ্বোধনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানাসহ ঠিকাদার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালের উপর ১৪ মিটার এই সেতু নির্মাণে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৭২ লাখ ৯২ হাজার ২৫০ টাকা। সেতুটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মাণ করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালা ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ইসলামপুরে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন খাপ খাওয়ানো বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রিজ অব লাইট জার্মানির অর্থায়নে কর্মশালায় বেইস প্রকল্প ম্যানেজার তাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।