রামগড়ে ওএমএসের আটা বাজারে ডিলারশিপ বাতিল

প্রকাশ | ১৯ মে ২০২২, ০০:০০

ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে ওএমএসের আটা ন্যায্যমূল্যে বিক্রি না করে দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোনাইপুল বাজারের ওএমএস ডিলার হারুন ট্রেডার্সের বিরুদ্ধে এই অভিযোগ করেন ক্রেতারা। অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোনাইপুল বাজারের ওএমএস ডিলার পয়েন্টে ওএমএসের চাল ও আটা বাইরে বিক্রির অভিযোগের সত্যতা পান। পরে মেসার্স হারুন ট্রেডার্সের ওএমএস ডিলারশিপ বাতিল করেন তিনি। ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ওএমএস ডিলার আটা ন্যায্যমূল্যে বিক্রি না করে বাজারে বিক্রি করার অভিযোগের সত্যতা পাওয়ায় সোনাইপুল বাজারের ওএমএস ডিলার হারুন ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ সময় সোনাইপুল বাজারে ব্যবসায়ী আলমগীরের স্টোরে অভিযযান চালিয়ে ওএমএসের আটা পাওয়া না গেলেও তিনি আগের দিন দুই বস্তা ওএমএসের আটা বিক্রি করার কথা স্বীকার করেন।