বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

প্রকাশ | ১৯ মে ২০২২, ০০:০০

ম স্বদেশ ডেস্ক
বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি মূল্য ২৭ টাকা ও প্রতি কেজি চালের মূল্য ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষকরা অনলাইনের মাধ্যমে ধান ক্রয়ে নিবন্ধন করতে পারবেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। ফকিরহাট খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সভাপতিত্ব করেন ইউএনও মনোয়ার হোসেন। খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, খাদ্য নিয়ন্ত্রক দিপঙ্কর মন্ডল প্রমুখ। এ সময় কৃষকরা উপস্থিত ছিলেন। এবার ফকিরহাট খাদ্য বিভাগ ১২৩৬ টন ধান ও ৬০ টন চাল সংগ্রহ করবে। ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য লটারিতে কৃষক নির্বাচন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে খাদ্য বিভাগের আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়। ইউএনও রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার, খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন, সাংবাদিক জিলস্নুর রহমান প্রমুখ। উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৫৯ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। কেশবপুর (যশোর) : মঙ্গলবার বিকালে কেশবপুর সরকারি খাদ্যগুদামে ব ধান চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, খাদ্য কর্মকর্তা লায়লা আফরোজ, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা গুদাম কর্মকর্তা সুনীল মন্ডল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সহকারী উপখাদ্য পরিদর্শক রুহুল আমিন, এরিয়া ইন্সপেক্টর রাকিবুল হাসান, মিল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, বিষ্ণু দাস। সরকারিভাবে চাল ১০১৬ টন ও ধান ১৩৬০ টন ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বুধবার ইউএনও নিলুফা আক্তার বোরো চাল সংগ্রহের উদ্বোধন করেন। চলতি মৌসুমে উপজেলার ৭৬টি চাল কল মালিকের কাছ থেকে ১৬০২ টন চাল সংগ্রহ করা হবে। এছাড়া, কৃষকদের কাছ থেকে ২৩৩৮ টন ধান সংগ্রহ করা হবে। মেসার্স আতিক চাল কলের কাছে ৬ টন চাল দিয়ে চাল সংগ্রহ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খাদ্যগুদাম কর্মকর্তা বোরহান উদ্দিন, চালকল মালিক শহিদুল ইসলাম প্রমুখ।