বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার উপজেলায় শিশু মেলা অনুষ্ঠিত

ম স্বদেশ ডেস্ক
  ১৯ মে ২০২২, ০০:০০

পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের বোয়ালমারী, ঝিনাইদহের মহেশপুর ও রাজবাড়ীর কালুখালীতে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট-

মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে দু'দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল এমপি। জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, হাসিনা খাতুন হেনা প্রমুখ।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোলেমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান।

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান প্রমুখ।

কালুখালী (রাজবাড়ী) : রাজবাড়ীর কালুখালীতে দুই দিনব্যাপী শিশুমেলা বুধবার থেকে শুরু হয়েছে। জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন ইউএনও আতিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, থানার ওসি নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে