ত্রাণ বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় নয় -প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশ | ২৩ মে ২০২২, ০০:০০

ম জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ যাযাদি
ত্রাণ বিতরণে কোনো অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর, দরবস্ত, জৈন্তাপুর, নিজপাট ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বন্যায় পস্নাবিত এলাকা দেখতে এবং তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছেন। প্রধানমন্ত্রী যে পরিমাণ ত্রাণসামগ্রী পাঠিয়েছেন তা যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয়। বন্যার পানিতে রাস্তা-ঘাট ভেঙে যাওয়ার বিষয়ে মন্ত্রী আরও বলেন, যেসব রাস্তা-ঘাট নষ্ট হয়েছে তা দ্রম্নত সংস্কার করা হবে। কৃষকদের হালি চারা ও ধান নষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি শুধু নিজের জন্য না করে কিছুটা সময় হলেও মানুষের জন্য করতে হবে। তাই এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউএনও আল বশিরুল ইসলাম, এসিল্যান্ড রিপামনি দেবী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, মুহিবুর রহমান মেম, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ। লাগাতার ভারী বর্ষণে সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পস্নাবিত। জলের তোড়ে ভেসে গেছে সবকিছু। বন্যায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশুদ্ধ পানি, ওষুধ ও খাবারের অভাবে ধুঁকছে মানুষ। উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ ও গরু একসঙ্গে বসবাস করছে। বন্যার পানি বেশি দিন থাকায় বন্যাকবলিত উপজেলার মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে, বাড়ছে দুর্ভোগও।