শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

'বিশ্বকে জয় করার জায়গাই হলো বিশ্ববিদ্যালয়' -পাবিপ্রবি ভিসি

ম পাবনা প্রতিনিধি
  ২৩ মে ২০২২, ০০:০০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন, আহরণ এবং জ্ঞান তৈরি করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে একটু একটু করে ভালো কাজ করে জমা করতে হবে এবং সেই জমানো ভালো কাজটিই একসময় বড় আকারে জীবনের ব্যাংকে জমা হবে। বিশ্বকে জয় করার জায়গা বিশ্ববিদ্যালয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এসএম মোস্তফা কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য ও উপ-উপাচার্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ডক্টর হাসিবুর রহমান, ছাত্র উপদেষ্টা ডক্টর সমীরণ কুমার সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে