সরিষাবাড়ীতে সংঘর্ষে আহত ১০, পাল্টাপাল্টি মামলা

প্রকাশ | ২৩ মে ২০২২, ০০:০০

ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বর্গা জমির ধান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হেলেনা বেগম, মরিয়ম বেগম, বিলকিস বেগম, শান্ত মিয়া, বিপুল মিয়া, সুমন মিয়া, রাসেল মিয়া ও মেছের আলী। তাদের মধ্যে গুরুতর অবস্থায় মেছের আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের মকর আলীর ছেলে বিপুল মিয়া ৬০ শতাংশ জমি তার প্রতিবেশীকে বর্গা দেন। তবে চলতি বোরো মৌসুমে জমির ফসল দিতে অস্বীকৃতি জানান বর্গাচাষি মেছের আলী। এ নিয়ে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সন্ধ্যায় সরিষাবাড়ী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।