কুয়াকাটায় ভেসে আসা জীবিত ডলফিনের মৃতু্য

প্রকাশ | ২৪ মে ২০২২, ০০:০০

ম কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পেটে বাচ্চা, অন্যদিকে রক্ত ঝড়ছে। যন্ত্রণায় ছটফট করছে। স্থানীয়রা জীবিত এ ডলফিনটিকে বার বার সাগরের পানিতে ঠেলে দিলেও সে ফিরছে তীরের দিকে। অতপর দুই ঘণ্টা পর তার মৃতু্য হয়েছে। রোববার কুয়াকাটার লেম্বুরচর এলাকায় ইরাবতি প্রজাতির একটি মা ডলফিনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে এ দিবসটি উপলক্ষে ডলফিনটিতে দেখার জন্য প্রদর্শনী স্থানে নেওয়া হয়েছে। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট, প্রস্থ অন্তত ২ ফুট। ডলফিনটির বাচ্চা ধারনের স্থানে আঘাত পেয়েছে। এ ছাড়া সমস্ত শরীর অক্ষত ছিল বলে জানা গেছে। ওয়াল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিনটি অন্তত ১০০ কেজি ওজনের হবে। এটি আলীপুর বাজারে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে জনসাধারণকে দেখানোর জন্য প্রদর্শন করা হবে। পরে এটি মাটিচাপা দেওয়া হবে বলে তিনি উলেস্নখ করেন।