পশ্চিমবঙ্গে ডলারসহ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশ | ২৪ মে ২০২২, ০০:০০

ম যাযাদি ডেস্ক
পশ্চিমবঙ্গে বিদেশি মুদ্রা বিনিময়ের নাম করে প্রতারণার অভিযোগে রোববার রাতে এক বাংলাদেশিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডলারের ৪০টি নোট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহম্মদ আলী ব্যাপারী, মোহম্মদ হারুন ও কল্যাণী বিশ্বাস। পুলিশ জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন হারুন ও তার স্ত্রী কল্যাণী বিশ্বাস। হারুনের কাছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকার ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও তার স্ত্রীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। যদিও কল্যাণীর দাবি, তার বাড়ি নদীয়া শান্তিপুর এলাকায়। হারুনের ভাড়া বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বাংলাদেশি নাগরিক মোহম্মদ আলী ব্যাপারী। কিছুদিন ধরে এই তিনজন মানি এক্সচেঞ্জের নামে প্রতারণা চালাচ্ছিলেন। কাগজের বান্ডিলের ওপর ডলার দিয়ে লোক ঠকানো হতো বলে অভিযোগ উঠেছে। পরে রোববার রাতে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ হালদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।