শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সান্তাহার ইউপিতে ভিজিডির চাল কেনায় মামলা

ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ২৬ মে ২০২২, ০০:০০

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের বারান্দা থেকে উদ্ধার হওয়া চাল কালো বাজারে বিক্রির উদ্দেশে কেনায় ভুট্টু হোসেন নামের একজন চাল ব্যবসায়ীকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ সুলতানা বাদী হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। ভুট্টু হোসেন উপজেলা দমদমা গ্রামের বাসিন্দা।

গত ২৩ মে সোমবার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ৩১৫ জন উপকারভোগীর মধ্যে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ শুরু করা হয়। এ সময় কতিপয় অসাধু চাল ব্যবসায়ী সরকারি বিধি উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের বারান্দায় উপকারভোগীদের কাছ থেকে অল্প মূল্যে চাল কেনা শুরু করে। একপর্যায়ে স্থানীয় জনতা অল্পমূল্যে কেনা ১০ বস্তা চালসহ উপজেলার দমদমা গ্রামের চাল ব্যবসায়ী ভুট্টো হোসেনকে হাতেনাতে ধরে ফেলে। পরে কৌশলে ভুট্টু হোসেন পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক উদ্ধার হওয়া চাল জব্দ করে থানা হেফাজতে নেওয়াসহ চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে