শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নকলের কথা ভুলে যান, হঠকারিতা সহ্য করা হবে না -আহসান হাবিব খাঁন

মেহেরপুর প্রতিনিধি
  ২৯ মে ২০২২, ০০:০০

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খাঁন (অব.) বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে কমিশনের যা কিছু করণীয় তার সব চেষ্টাই করা হবে। নির্বাচনে পাস করতে হলে ভোটারদের কাছে যান। নির্বাচনে নকল করে পাস করার কথা ভুলে যান। কোনো অহি আপনাকে পাস করিয়ে দিতে পারবে না। পৌর ভোটের সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। কথা দিচ্ছি নির্বাচনে

কোনো ধরনের হঠকারিতা সহ্য করা হবে না।

শনিবার মেহেরপুরে তৃতীয় ধাপের নির্বাচনে একটি পৌরসভা এবং ৪টি ইউনিয়ন পরিষদের সকল প্রার্থীকে নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন অফিসার আবু আনছার, রিটার্নিং অফিসার তারেক আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে