সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ মে ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আটক যাযাদি ডেস্ক মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা অভিবাসীদের ধরতে এক অভিযানে বাংলাদেশিসহ ৫১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার রাতে মালয়েশিয়ার ক্লাং পাছার বেসার মেরু এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব (কেডিএন) দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন। এদিকে অভিযানে ৭০৪ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে ৬৩৭ জন ইউএন কার্ডধারী। বাকি ৫১ জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়। আটক ৫১ জনের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কোনো দেশের কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইউএন কার্ডধারী ৬৩৭ জনকে আটক করা হবে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ইউএন শরণার্থী কার্ডের বিধান নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও শরণার্থী কার্ড পাওয়ার পর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) কার্যক্রমও প্রশ্নের মুখে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন সাংবাদিকদের বলেছেন, অভিবাসন বিভাগের অভিযানের সময় ইউএনএইচসিআরের দেওয়া শরণার্থী কার্ড বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও পাওয়া গেছে। ভারতীয় খাসি সম্প্রদায়ের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি নিখোঁজের পাঁচদিন পর ভারতীয় খাসি সম্প্রদায়ের গুলিতে নিহত বাংলাদেশি এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সিলেটের গোয়াইনঘাট সীমান্তের প্রতাপপুর সীমান্তফাঁড়ির বিজিবি সদস্যদের উপস্থিতিতে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করেন। নিহত যুবকের নাম কবির হোসেন (৩২)। তিনি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের ভাদেশ্বর গ্রামের (চম্পক নগর) আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে সোমবার সন্ধ্যায় খাসি সম্প্রদায়ের বাগান থেকে কাঁঠাল আনতে কবির হোসেন ও তার দুই বন্ধু একই এলাকার সেলিম আহমেদ ও কামিল মিয়া মিলে পান্তুমাই ঝরনা এলাকার পাশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বাগানে তাদের উপস্থিতি টের পেয়ে বাগান মালিক এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে সেলিম ও কামিল মিয়া কোনো রকমে প্রাণে বেঁচে ফিরলেও ঘটনাস্থলে কবির হোসেন মারা যান। ঘটনার পাঁচদিন পর শনিবার পতাকা বৈঠকের মাধ্যমে পান্তুমাই সীমান্ত এলাকা দিয়ে কবির হোসেনের মরদেহ বিজিবি এবং গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। পরে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোড়ল ও বিজিবির প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হযরত আলীসহ থানা পুলিশ এবং বিজিবি সদস্যরা ছিলেন। কালিয়াকৈরে ট্রেনের বগি লাইনচু্যত, ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক রেলস্টেশনের কাছে শুক্রবার রাতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের ২টি বগি ইঞ্জিনসহ লাইনচু্যত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ১০টার দিকে লাইনচু্যত বগি ও ইঞ্জিন সরিয়ে নিলে প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। \হরেলওয়ে পুলিশ ও মৌচাক রেলস্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার কিছু পরে কালিয়াকৈরের মৌচাক রেলস্টেশনের কাছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেসের ২টি বগি ইঞ্জিনসহ লাইনচু্যত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন শনিবার সকাল ১০টার দিকে রেলওয়ের উদ্ধারকারী দলের সহযোগিতায় লাইনচু্যত বগি ও ইঞ্জিন সরিয়ে নিলে প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল আবার শুরু হয়। জয়দেবপুর রেলস্টেশনের মাস্টার রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পাকশী অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক শাহেদুল ইসলামকে প্রধান করে ১৪ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।