তিন জেলায় তিন খুন

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় রোববার তিনজন খুন হয়েছেন। গাজীপুরের কালীগঞ্জে বৃদ্ধ, মৌলভীবাজারে যুবক ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিক খুন হয়েছেন। আমাদের স্টাফ রিপোটার্র ও সংবাদদাতাদের পাঠানো খবর : কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ছেলে নকিব হাসান হৃদয়ের (১৮) ছুরিকাঘাতে বাবা আব্দুল হাই (৬০) খুন হয়েছে। এ ঘটনায় মা রাজিয়া সুলতানা (৫০) ও বড় ভাই হাসিবুর রহমান নিলয় আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় ছেলেকে আটক করেছে পুলিশ। খুন ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচাজর্ মো. আবুবকর মিয়া। কালীগঞ্জ থানার অফিসার ইনচাজর্ মো. আবুবকর মিয়া জানান, স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে আটক করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার : মৌলভীবাজারে সিগারেট ভাগাভাগি কে কেন্দ্র করে মারামারিতে মোগনু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সদর উপজেলার উত্তর জগন্নাতপুর গ্রামে। জগন্নাতপুর গ্রামের টনু মিয়ার ছেলে মোগনু একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন মিয়া ও সেফু মিয়ার সঙ্গে মোগনু মিয়ার কথা কাটাকাটি হয় সিগারেট ভাগ করে খাওয়া নিয়ে। সেই কথা কাটাকাটি গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। তারপর, শুরু হয় মারামারি। রাগের মাথায় তাৎক্ষণিক গাছের ডাল দিয়ে সুমন ও সেফু বেধড়ক পেটায় মোগনুকে। এরপর, অচেতন অবস্থায় মোগনুকে নিয়ে আসা হয় মৌলভীবাজার সদর হাসপাতালে। সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ু পথে বাতাস ঢুকিয়ে আজহারুল ইসলাম সুমন (২৮) নামে ববিন কারখানার এক শ্রমিককে হত্যা করা হয়েছে। শনিবার মধ্য রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত সুমন উপজেলার সত্যভান্দি ভ‚ঁইয়াপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।