আ’লীগের আমলে দেশে মেগা দুনীির্ত হয়েছে :সুলতান

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আবদুল আহাদ, কুলাউড়া
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রাথীর্, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ কুলাউড়ায় গণমাধ্যমকমীের্দর সাথে মতবিনিময় করেছেন। শনিবার বিকালে শহরে একটি বাসায় এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে সুলতান বলেন, বতর্মান সরকারের আমলে গেল ১০ বছর বাংলাদেশে বিভিন্ন ধরনের মেগা প্রকল্পের নামে মেগা দুনীির্ত হয়েছে। মেগা প্রকল্পের নাম করে যতটি প্রকল্প করা হয়েছে তাতে তিন গুণ, চার গুণ বেশি অথর্ ব্যয় করেছে সরকার। এসব প্রকল্পের আড়ালে মেগা দুনীির্ত করা হয়েছে। ঐক্যফ্রন্টের শীষর্ এ নেতা বলেন, ব্যাংকের রিজাভর্ থেকে নানাভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অথচ মাত্র দুই কোটি টাকার কারণে একটি পরিত্যক্ত ঘরকে কারাগার বানিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। হলমাকর্, জনতা ব্যাংক, ডেসটিনি এমন কোনো ব্যাংক নেই, যেখানে অথর্ আত্মসাৎ হয়নি। কিন্তু সেসবের বিচার হয়নি। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির (জামায়ত) সাথে ঐক্য করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে সুলতান মনসুর বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী যারা ছিল তাদের বিচার হয়েছে। বতর্মান বাংলাদেশে কোনো ভোটার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হতে পারে কিন্তু স্বাধীনতাবিরোধী নয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জাতীয় পাটির্ (কাজী জাফর) দলের অন্যতম নেতা অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এ এনএম আবেদ রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল।