শেরপুরে চালু হলো মানবতার দেয়াল

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শেরপুর প্রতিনিধি
‘তারুণ্যের জয় হোক, মানবতাবোধ জাগ্রত হোক’ এই ¯েøাগানে শেরপুরে প্রথমবারের মতো চালু হলো মানবতার দেয়াল। শেরপুর পৌরসভার ১৫০ বছর পূতির্ উপলক্ষে শেরপুরের কিছু উদ্যমী তরুণের উদ্যোগে শহরের বটতলায় শেরপুর পৌরসভার গেটের বিপরীত পাশে আজ থেকে চালু হলো এই মানবতার দেয়াল। এখানে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার শীতাতর্ ও দরিদ্র যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন। ৭ ডিসেম্বর শেরপুরমুক্ত দিবস উপলক্ষে বিকেলে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন মানবতার দেয়ালের উদ্বোধন করেন। এ সময় সমাজকমীর্ রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগের আহŸায়ক আবুল কালাম আজাদ, মানবাধিকারকমীর্ শামীম হোসেন, শিক্ষক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। মানবতার দেয়ালে ‘আপনার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যান, প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান’ এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শাটর্, গেঞ্জি, শীতের কাপড়। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য।