জীবননগরে বেডেছে ঠাÐাজনিত রোগ

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে ঠাÐাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভতির্ হচ্ছে শিশুরা। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। শক্রবার রাত ৮টা পযর্ন্ত জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আর বহিবির্ভাগ থেকে চিকিৎসা নিয়েছে প্রায় ৬৫ জন। জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডা. রফিকুল ইসলাম বলেন, বতর্মানে দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে বাতাসের কারণে শীত অনুভ‚ত হচ্ছে। এ কারণে শিশুরা ঠাÐাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশুদের প্রচুর পরিমাণে খাবার স্যালাইন, রাইস স্যালাইন এবং ডাবের পানি খাওয়ানোর পরামশর্ দেন তিনি।