শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে ৩য় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  ২৪ জুন ২০২২, ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আক্কাছ আলীকে চাকরি থেকে স্থায়ী অব্যাহতি প্রদানের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে তৃতীয় দিনের মতো আন্দোলন করছে বিভাগটির শিক্ষার্থীরা। বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিল রায়হান বলেন, 'আমরা মনে করি আক্কাছ আলী শিক্ষক হিসেবে থাকার সব নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি যদি আমাদের বিভাগে আবারও ফিরে আসেন তাহলে আমাদের বিভাগের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আবারও হুমকির মুখে পড়বে। তা ছাড়া যৌন হয়রানি ছাড়াও তিনি একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। যেই শিক্ষক নিজেই অসংখ্য অনিয়ম দুর্নীতি করেছেন, শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন তিনি আমাদের কি শেখাবেন?।' এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব এবং সিএসই বিভাগের সভাপতি মো. সালেহ আহম্মেদ বলেন, তদন্ত কমিটির পক্ষ থেকে আমরা প্রায় দুই বছর আগেই তদন্ত সম্পন্ন করে সব প্রমাণসহ প্রতিবেদন জমা দিয়েছি। বশেমুরবিপ্রবির উপাচার্য ডক্টর একিউএম মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি রিজেন্ট বোর্ডের সভায় উত্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে