ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

প্রকাশ | ২৪ জুন ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভর্তুকি মূল্যে কার্ডধারী নিম্নআয়ের মানুষের কাছে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদে কার্ডধারী মানুষের মধ্যে প্রধান অতিথি হিসেবে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ ভূইয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক কার্ডধারীকে ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দলে ২ লিটার সয়াবিন তেল ও ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি দেওয়া হয়। টিসিবির পণ্য কিনতে পেরে কার্ডধারী শিরিনা বেগম, আকলিমা আক্তার, সুন্দর আলী ও বাবু মিয়া বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেশি। তারা সরকারের ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল কিনতে পেরে অনেক খুশি।