প্রচারণায় সরগরম কাউনিয়া

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নিবার্চনে প্রাথীের্দর প্রচারেই সরগরম হয়ে উঠেছে রংপুর-৪ তথা কাউনিয়া-পীরগাছা আসনের হাট-বাজার ও গ্রামগঞ্জ। মাঠে নেমেই ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পাটির্ ও বিএনপির প্রাথীর্রা। দুই উপজেলার সদর থেকে হাট-বাজার ও গ্রামগঞ্জে সবর্ত্রই এখন নিবার্চনী প্রচার প্রচারণার উৎসব চলছে। চারিদিকে এখন কেবলই নিবার্চনী আবহ। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত কনকনে শীত উপেক্ষা করে উঠান বৈঠক, গণসংযোগ ও সাধারণ মানুষদের কাছে গিয়ে ভোট প্রাথর্না চালিয়ে যাচ্ছেন প্রাথীর্রা। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের বতর্মান সংসদ সদস্য মুক্তিযোদ্ধা টিপু মুনশি তৃতীয় বারের মতো এই আসনটিতে নৌকার মাঝি। বুধবার কাউনিয়া উপজেলায় ও বৃহস্পতিবার পীরগাছা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় দিনভর উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি। এ সময় নৌকার ¯েøাগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকার মাঝি টিপু মুনশি এমপি বলেন, আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। তার সময় দুই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কমর্কাÐ তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রাথর্না করেন তিনি। অপরদিকে মনোনয়ন দাখিলের পর থেকে আনুষ্ঠানিকভাবে কাউনিয়া সদর মাকের্ট এলাকা থেকে গণসংযোগ শুরু করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রাথীর্ এমদাদুল হক ভরসা। শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ করেন তিনি। গ্রামগঞ্জে সাধারণ মানুষরাও ধানের শীষে ভোট প্রয়োগ করে তাকে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করছেন। এমদাদুল হক ভরসা বলেন, সুষ্ঠু নিবার্চন হলে ধানের শীষের বিজয় হবে বলে আশাবাদী তিনি। অন্যদিকে এবার কোমড় বেঁধে মাঠে নেমেছেন জাতীয় পাটির্ প্রাথীর্ মোস্তফা সেলিম বেঙ্গল। তিনি দুই উপজেলার নেতাকমীের্দর নিয়ে সকাল থেকে গভীর রাত পযর্ন্ত বিভিন্ন বাজারে গণসংযোগ কালে ব্যবসায়ী ও বাজারে আসা মানুষদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আসনটি পুনঃউদ্ধারে তাকে জয়যুক্ত করার আহŸান জানাচ্ছেন।