সাভারে কৃষকদের কৃষি উপকরণ বিতরণ করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশ | ৩০ জুন ২০২২, ০০:০০

ম সাভার প্রতিনিধি
সাভারে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান -যাযাদি
সাভারে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অফিস সাভারের উদ্যোগে এ উপকরণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় সাভার উপজেলার ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরল আলম রাজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ।