অমনোযোগী শিক্ষকদের পরিবর্তন না করলে শিক্ষার মান ভালো হবে না -আ ক ম মোজাম্মেল হক

প্রকাশ | ০১ জুলাই ২০২২, ০০:০০

ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
অমনোযোগী শিক্ষকদের একটু পরিবর্তন না করলে স্কুলের শিক্ষার মান ভালো করা যাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনি বলেছেন, বিদ্যালয়ে শিক্ষকদের সংখ্যা ছাত্র অনুপাতে অ্যাডজাস্টমেন্ট না হলে শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা হবে। যদি এটিওরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন তা হলে তাদের রিপোর্টের মাধ্যমে চিহ্নিত হয়ে যায় কোনো শিক্ষক দায়িত্ব পালনে কী রকম সফল বা ব্যর্থ, মনোযোগী বা অমনোযোগী। তাদের দিয়ে অনলাইনে বদলি শুরু করেন। অনেকে আছেন বাড়ির পাশ থেকে ভালো শিক্ষা দেন। আর যারা ইরেগুলার তাদের দিয়ে এটা শুরু হোক। অনলাইনে বদলি এটা একটি টেস্ট কেইস। অমনোযোগী শিক্ষকদের একটু পরিবর্তন না করলে স্কুলের শিক্ষার মান ভালো করা যাবে না। মন্ত্রী বুধবার গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম পাইলটিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, 'এখন আর পাঠদান বন্ধ করে বদলির জন্য দৌড়াতে হবে না। ঘরে বা বিদ্যালয়ে বসেই অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে যাকে যেখানে বদলি করা হবে তাকে সেখানেই চাকরি করতে হবে। শিক্ষার জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তির পথ সেখানে অবরুদ্ধ। তাই প্রাথমিক শিক্ষা সবার জন্য নিশ্চিত করা হবে। অন্যথা হলে তাকে আমরা অন্য কাঠামোতে নিয়ে আসব। বদলির অনলাইন সফটওয়ারে কোনো সমস্যা হয় কিনা তা দেখার জন্য বদলির পাইলটিংয়ের উদ্দেশে সহকারী শিক্ষকদের দিয়ে কার্যক্রম শুরু করেছি।' গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব আনিসুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মহিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার ও ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ প্রমুখ।