ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রকাশ | ০১ জুলাই ২০২২, ০০:০০

ম স্বদেশ ডেস্ক
ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৭তম বার্ষিকী বিভিন্ন স্থানে পালিত হয়েছে। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে নেতৃত্ব দেন চার মুরমু ভাই- সিধু, কানু, চাঁদ ও ভৈরব। এটাই ইংরেজদের বিরুদ্ধে এ উপমহাদেশে প্রথম গণ বিদ্রোহ। এ বিদ্রোহে আত্মাহুতি দেন ও মৃতু্যদন্ডের শিকার হন এই চার ভাই। আর তাদের এক বোন নৃশংসভাবে ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার হন। দিনটিকে স্মরণ করে বিভিন্ন স্থানে পালন করা হয়েছে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস তথা সিধু কানু দিবস। কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ, শোভাযাত্রা ও শহীদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ। প্রতিনিধিদের পাঠানো খবর- ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে পালিত হলো ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। ঠাকুরগাঁও বিশ্ব আদিবাসী পরিষদ ও ইএসডিও যৌথভাবে আদিবাসী শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শোভাযাত্রাটি ঠাকুরগাঁও প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, মামুনুর রশীদসহ আদিবাসী নেতারা। গাইবান্ধা প্রতিনিধি জানান, দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তলস্নাপাড়ায় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি প্রাইমারি স্কুলে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সাঁওতাল নেতা জেমস সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর একেএম মাহবুবুল আলম, স্কুল শিক্ষক দিপালী কিস্কু, ইয়ুথ লিডার মেরিজান মুরমু, অবলম্বনের প্রজেক্ট অফিসার মাজেদুল ইসলাম, সখী পাহাড়ী, কৃষ্ণা রবিদাস প্রমুখ। বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে বৃহস্পতিবার সকালে পৌর শহরের শালবন কমিউনিটি সেন্টার হতে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও জিনাত রেহানা। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি এডওয়ার্ড হেমরম।