কলমাকান্দায় ভারতীয় চা পাতা জব্দ

প্রকাশ | ০২ জুলাই ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার গ্রামে অভিযান চালিয়ে ২ হাজার ৯৬৫ কেজি ভারতীয় তৈরি গুঁড়ো চা-পাতা জব্দ করেছে। এ সময় হবিগঞ্জ জেলার চোরাকারবারি মো. মানিক মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ চা পাতা জব্দ করা হয়। জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এসআই মো. তাহের উদ্দিন খানের নেতৃত্বে এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় বস্তায় রক্ষিত ২ হাজার ৯৬৫ কেজি ভারতীয় চা পাতাসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের চোরাকারবারি মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মানিক মিয়ার সহযোগী দৌড়ে পালিয়ে গেছে। জব্দকৃত চা পাতার মূল্য ৭ লাখ ৪১ হাজার টাকা। এ ব্যাপারে জেলা ডিবির এসআই মো. তাহের উদ্দিন খান ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।