বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় বাড়িঘরে হামলা-ভাঙচুর

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২২, ০০:০০

কুমিলস্নার চৌদ্দগ্রাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে উল্টো ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। শুক্রবার সরেজমিন পরিদর্শন করে ঘরের আসবাবপত্র ভাঙচুর অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় বুধবার সাদ্দাম হোসেন বাদী হয়ে রিপন, শহীদ, ফরিদ মিয়া ও সোহেলের নাম উলেস্নখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেছেন সাদ্দাম হোসেনের বয়োবৃদ্ধ পিতা এছাক মিয়াসহ গ্রামবাসী। এ ব্যাপারে রিপনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল করে মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে