বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারী সংগঠক নিখোঁজের ৭ মাস পর অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২২, ০০:০০

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপলিস্ন) নারী সংগঠক লিলি বেগম নিখোঁজের ৭ মাস পর অভিযুক্ত তার কথিত স্বামী লতিফ শেখ (৪৮) ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পিবিআই। বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির সহ-সভাপতি লিলি বেগম নিখোঁজ হওয়ায় দায়েরকৃত মামলা তদন্ত করেছে পিআইবি।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালে মামলাটি দায়ের করেন, উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়ার মো. আলী আব্বাস সরদারের ছেলে মুরাদ হোসেন। মামলায় আসামি করা হয় লিলি বেগমের কথিত স্বামী দৌলতদিয়া সামশু মাস্টারের পাড়ার হালিম শেখের ছেলে লতিফ সেখ (৪৮), লতিফ শেখের স্ত্রী ফিরোজা বেগম (৪০), লতিফ সেখের ছেলে রবিউল সেখ (২৪)। গত বৃহস্পতিবার দৌলতদিয়া থেকে লতিফ শেখ ও তার স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করে পিআইবি। মামলার তদন্ত কর্মকর্তা পিআইবির এসআই সালাউদ্দিন দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করার সময় এখনো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে