মোবারকগঞ্জ চিনিকল যান্ত্রিক ত্রæটিতে বন্ধ দুদিন

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে যান্ত্রিক ত্রæটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ছয়টায় কারখানার টারবাইন মেশিনে ত্রæটির কারণে বন্ধ হয়ে যায়। তবে কখন চালু করা সম্ভব হবে বলতে পারছে না মিল কতৃর্পক্ষ। এদিকে কৃষকদের নতুন করে জমি থেকে আখ না কাটার জন্য মাইকিং করা হয়েছে। চিনিকলের আওতাধীন ছয়টি সাব-জোনের ৩৮টি আখ ক্রয় কেন্দ্রে হাজার টন আখ শুকাচ্ছে। এদিকে মিল হাউসে লাখ লাখ টাকা মূল্যের রস নষ্ট হওয়ার পথে রয়েছে। মিলটি গত ৭ ডিসেম্বর চলতি মাড়াই মৌসুমে উদ্বোধন করা হয়। উদ্বোধনের মাত্র দুই ঘণ্টা পর যান্ত্রিক ত্রæটির কারণে বন্ধ হয়ে যায়। ১৬ ঘণ্টা পর মিলটি আবার চালু করা হয়। মিলের কারখানা ব্যবস্থাপক শহিদুল হক জানান, উদ্বোধনের পরেই মিলহাউসের টারবাইন মেশিনে সমস্যা দেখা দেয়।