সীমান্ত পিলার থেকে ‘পাকিস্তান’ নাম মুছে ফেলার উদ্যোগ

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
স¦াধীনতা অজের্নর ৪৭ বছর পর সীমান্ত পিলার থেকে পাকিস্তান নাম মুছে ফেলার উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। একই সঙ্গে ৩ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা বিজিবি’র সদস্য ছিলেন তাদের সমাধি চিহ্নিত ও সংস্কার করা হয়। এ উপলক্ষে শনিবার একটি আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কনের্ল শামসুল আরেফিন এসব কথা জানান। ৫০ বিজিবির অধিনায়ক লে. কনের্ল তুহিন মোহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কমর্কার, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি বলেন, এতগুলো বছর পেরিয়ে গেলেও এতদিন কিছু কিছু সীমান্ত পিলার এ ‘পাকিস্তান’ নাম খচিত ছিল, যা বিভিন্ন কারণেই সংশোধন করা হয়নি। সম্প্রতি বডার্র গাডর্ বাংলাদেশ-এর মহাপরিচালক মহোদয়ের নিদের্শনায় বিজিবির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় সীমান্ত পিলার থেকে ‘পাকিস্তান’ নাম চিরতরে মুছে ফেলার কাজ প্রায় শেষ প্রান্তে। এরই অংশ হিসেবে ঠাকুরগঁাও জেলার ৫০ বিজিবির আওতাধীন বাকি ৬টি সাব পিলারে গত ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে ‘পাকিস্তান’ নামের লৌহ নিমির্ত নামফলক পরিবতর্ন করে বাংলাদেশ (বিডি) নামের লৌহ নিমির্ত নামফলক স্থাপন করা হয়েছে। একইসঙ্গে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি পরবতীর্ প্রজন্মের কাছে ধরে রাখতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) উদ্যোগে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত এবং শহীদ বীরমুক্তিযোদ্ধা বিজিবি সদস্যদের কবর চিহ্নিতকরণ ও সংস্কার করার উদ্যোগের কথা জানানো হয়। যাদের কবর চিহ্নিত করে সংস্কার ও শে^তপাথরের একটি নামফলক ও সাইটেশন স্থাপন করা হয় তারা হলেন -শহীদ বীরমুক্তিযোদ্ধা সুবেদার আতাউল হক, বীরবিক্রম নায়েব সুবেদার নাজিম উদ্দিন, বীরপ্রতীক সুবেদার আহমেদ হোসেন। অনুষ্ঠানে শহীদ ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।