দশমিনায় পাকা সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পাকা সড়কের দাবিতে পটুয়াখালীর দশমিনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কমর্সূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের গয়নাগাট-আলীপুরার নয়াভাঙলী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কমর্সূচি পালন করা হয়। এলাকাবাসী জানায়, উপজেলার সদর ইউনিয়নের গয়নাঘাট থেকে নয়াভাঙলী খেয়াঘাট পযর্ন্ত ৫.৭৭ কিলোমিটার এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূণর্। গয়নাঘাট থেকে নয়াভাঙলী রাস্তার আশপাশের এলাকা কৃষিনিভর্র। রাস্তাটি মাটির ও বেহাল দশার কারণে অসুস্থ রুগিদের দশমিনা সদরে নিয়ে আসতে সীমাহীন কষ্ট করতে হয়। খানাখন্দে সড়কটি মরণফঁাদে পরিণত হয়েছে। গয়নাঘাট থেকে নয়াভাঙলীর মধ্যে রয়েছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসা এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে যায় রাস্তাটিতে। ফলে ছোট ছোট কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে পড়ে।