ভূরুঙ্গামারীতে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে নতুন কর্মসূচি

প্রকাশ | ০৪ জুলাই ২০২২, ০০:০০

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
করোনার প্রভাবে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া প্রায় ২১০০ শিক্ষার্থীকে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 'আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০টি শিখন কেন্দ্রের উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার জয়মনির হাট উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরোর সহকারী পরিচালক সাইদুর রহমানের উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। এ সময় উপজেলা প্রোগ্রামে ম্যানেজার আদনান মোর্শেদ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।