বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে ঈদ সামনে রেখে সক্রিয় গরু চোর সদস্যরা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ০৪ জুলাই ২০২২, ০০:০০

বগুড়ার শিবগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। শিবগঞ্জ থানা ৩টি জেলা জয়পুরহাট, গোবিন্দগঞ্জ ও বগুড়া সদরের সীমান্তবর্তী এলাকায় চোর চক্রের সক্রিয় সদস্যরা বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে সরাসরি জড়িত হয়ে খামারিদের গরু চুরি করে ট্রাক যোগে বিভিন্ন এলাকায় নিয়ে সংঘবদ্ধ দলের কাছে বিক্রি করছে। এমন ঘটনার সত্যতা পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বিগত ১৫ দিনে প্রায় ১০টি গরু উদ্ধার করেছে। এর ধারাবাহিকতায় গত ১ সপ্তাহে উপজেলাব্যাপী অভিযান চালিয়ে আটমূল, আমঝুপি, ময়দানহাট্টা নামুজা বিভিন্ন এলাকা থেকে এ চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক নির্দেশনায় ধারাবাহিকভাবে গরু চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১টি খামারের চুরি হওয়া গরুসহ ১০টি গরু উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে