কুড়িগ্রামের রাজারহাটে সিংগারডাবড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি হতে অবৈধভাবে নির্মিত ১৭টি স্থাপনা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আগামী ৭ দিনের মধ্যে অপসারণের জন্য নির্দেশ দিলেও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। প্রশাসনের কয়েক দফা নির্দেশনা উপেক্ষা করেই প্রভাবশালী দখলদাররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মেধা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে বলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি স্থাপনা হিসেবে ঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন অবৈধ দখলদারের বিরুদ্ধে বেশ কয়েক দফা নোটিশ জারি করে।
সবশেষে কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার স্বাক্ষরিত নোটিশ ভূমি সহকারী কমিশনার আকলিমা বেগমের নির্দেশে গত ২৭ জুন দখলকারী ১৭ জনের হাতে পৌঁছে দেন উপজেলা ভূমি প্রসেস সার্ভেয়ার সাহেব আলী। নির্ধারিত তারিখ পার হলেও রোববার বিকাল পর্যন্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd