সাত বীর মুক্তিযোদ্ধার নামে নির্মিত সড়ক উদ্বোধন

প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ০০:০০

ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সাত বীর মুক্তিযোদ্ধার নামে নির্মাণ করা সড়ক মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে ইউডিএফ, এলজিএসপি, উন্নয়ন সহায়তা তহবিল ও স্থাবর সম্পত্তি হস্তান্তরকৃত বাবদ আদায়কৃত অর্থে ৫৫ লাখ টাকা ব্যয়ে এসব সিসি ও আরসিসি সড়ক নির্মাণ করা হয়। নির্মিত সড়কগুলো হচ্ছে রূপগঞ্জ বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন আহম্মেদ সড়ক, দক্ষিণবাগ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সড়ক, বাগবের বীর মুক্তিযোদ্ধা মারফত আলী সড়ক, গোয়ালপাড়া বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন সড়ক, গোয়ালপাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী সড়ক, পিতলগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সড়ক, জাঙ্গীর পশ্চিমপাড়া বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির সড়ক। রূপগঞ্জ ইউএনও শাহ্‌ নুসরাত জাহান নামফলক উন্মোচন করে সড়ক উদ্বোধন করেন। গুতিয়াবো আগারপাড়া চন্ডিমাতা পীঠস্থান মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া।