শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশ্রয়ণ-২ প্রকল্পের ২২টি ব্যারাক হাউস হস্তান্তর

ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ০০:০০

নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃচাপিলায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ২২টি ব্যারাক সোমবার স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ই বেঙ্গলের ১১ পদাতিক ডিভিশন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর নির্মিত আবাসন ব্যারাকগুলো বুঝে নেন। এ সময় প্রধান অতিথি ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। আনুষ্ঠানিকভাবে ওই ঘর হস্তান্তর করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়াদুদ হাসান। এ সময় আরও ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টো ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে