বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ অব্যাহত

ম স্বদেশ ডেস্ক
  ০৬ জুলাই ২০২২, ০০:০০

বিভিন্ন স্থানে পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এসব বিতরণ করা হয়। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর -

সিলেট অফিস জানিয়েছে, সিলেটে বন্যায় অনেক পরিবার আশ্রয় হারিয়েছেন। বাসাবাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট হয়েছে। এইসব পরিবারের কথা চিন্তা করে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ সিলেট জেলা শাখা। সংগঠনটি আশ্রয়কেন্দ্রের বানভাসি ২শ পরিবারকে তোশক, বালিশ ও বেডশিট উপহার দিয়েছে।

সোমবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের মনিপুরী রাজবাড়ির আশ্রয়কেন্দ্র লোকনাথ মন্দিরে বন্যার্ত মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন ও লোকনাথ মন্দিরের সভাপতি দিবাকর ধর রাম।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বন্যার্ত সাতশত পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক অর্থ সম্পাদক মো. নাজির মিয়া। মঙ্গলবার সকালে নাসিরনগর সদরের নিজ বাসভবনে এইসব ঈদ সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রুমা আক্তার, নাসিরনগর সদর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কান্দাপাড়াস্থ যৌনপলিস্নর ৬০০ সদস্যের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনি ওই চাল বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, নারী মুক্তি সংঘের সভানেত্রী আকলিমা আক্তার উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা মডেল থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলার কেগাতি ইউনিয়নের বন্যাকবলিত ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কেগাতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ উদ্বোধন করেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল রানা, কেগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, নীলফামারীর লায়ন্স ক্লাব সৈয়দপুরের উদ্যোগে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদী এলাকায় ২শ' বন্যার্তকে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ক্রস বাঁধে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক। উপস্থিত ছিলেন ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আব্দুল মান্নান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের অধ্যক্ষ শফিয়ার রহমান সরকার।

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার তাড়াইল উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদ কিশোরগঞ্জ জেলার সভাপতি রাশেদ জাহাঙ্গীর পলস্নবের সার্বিক সহযোগিতায় দামিহা ইউনিয়নে বন্যাকবলিতদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে