শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে নৌ-পুলিশের অভিযানে গ্রেপ্তার ছয়, মাছ ও বোট জব্দ

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ জুলাই ২০২২, ০০:০০

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার করার দায়ে নৌ-পুলিশের অভিযানে ৬ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাছ ও একটি বোট জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে সাঙ্গু নদীর মোহনা থেকে এক কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো

মো. ফরিদ (৫০), হেফাজুল ইসলাম (৪৫), গিয়াস উদ্দিন (৫০), রফিক উদ্দিন (৩৪), মেহেদী হাসান (২১) ও ছৈয়দ নুর (৩৪)। তাদের সবার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

পরে জব্দকৃত মাছ সোমবার রাত ১০টায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুলস্নাহ আল মুমিন, মৎস্য কর্মকর্তা মু. রাশিদুল হকের নেতৃত্বে নিলামে চলিস্নাশ হাজার টাকায় বিক্রি করা হয়।

নৌ-পুলিশের এসআই মোহাম্মদ এয়ার আলী বলেন, সরকার ঘোষিত ৬৫ দিনের মাছ ধরা নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে