উখিয়ায় ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কাজ শুরু

প্রকাশ | ০৭ জুলাই ২০২২, ০০:০০

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পাইপড ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কাজ শুরু হয়েছে। সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ ওয়াটার সাপস্নাই নেটওয়ার্ক প্রকল্পের আওতায় রাজাপালং ইউনিয়ন ও জালিয়াপালং ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে দু'টির কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বিশ্বব্যাংক এগিয়ে আসে। এতে প্রকল্পের ব্যয় বরাদ্দ করা হয়েছে ৬ কোটি টাকা। আগামী ২ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ সহযোগিতায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি সেক্টর প্রকল্পের অধীনে পাইপড ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস জানান, প্রান্তিক জনগোষ্ঠীকে বিশুদ্ধ পানি সরবরাহ ও ব্যবহারের আওতায় আনতে রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া ও জালিয়া পালং ইউনিয়ন পরিষদের পাশে ওয়াটার সাপস্নাই নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। উপসহকারী প্রকৌশলী আরও জানান, পরের ধাপে কোট বাজারের পাশে ও হলদিয়া পালং ইউনিয়নে আরও দু'টি ওয়াটার সাপস্নাই প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, নিরাপদ পানি ব্যবহার ও সরবরাহ নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করে ওয়াটার সাপস্নাই নেটওয়ার্ক চালু বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, পানি সরবরাহ প্রকল্পটির বাস্তবায়ন হলে ৪ হাজার পরিবার বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে।