শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিতাসে টিসিবির পণ্য কিনতে উপচে পড়া ভিড়

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২২, ০০:০০

কুমিলস্নার তিতাসে বিভিন্ন ইউনিয়নের টিসিবি'র পণ্যসামগ্রী কিনতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বুধবার উপজেলার কড়িকান্দি, বলরামপুর, ভিটিকান্দি, জিয়ারকান্দি ইউনিয়নে এ সামগ্রী বিক্রয় করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সাতানীতে ৭০৪, জগতপুরে ৭৯৭, জিয়ারকান্দিতে ৮৭১, মজিদপুরে ৬২৯, কড়িকান্দিতে ১০৫৩, কলাকান্দিতে ৫৮৬, বলরামপুরে ৭৫২, ভিটিকান্দিতে ৬৭০, নারান্দিয়াতে ৭৫২ জন উপকারভোগীর মধ্যে ৪০৫ টাকা ভর্তুকি মূল্যে দুই কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি ও দুই কেজি ডাল বিক্রয় করা হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপেস্নক্সের সামনে এ পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। উপজেলা মনিটরিং কমিটির নির্বাচিত ট্যাগ অফিসারসহ স্ব স্ব চেয়ারম্যান উপস্থিত থেকে তা তদারকি করেন।

সরেজমিনে কড়িকান্দি, বলরামপুর ও ভিটিকান্দি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিকাল ৩টা পর্যন্ত পণ্য বিক্রয়ের সময় নির্ধারিত থাকলেও দুপুর ১টার মধ্যে সকল পণ্য বিক্রয় হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে