ওরা পরিচ্ছন্ন বাংলাদেশ চায়

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজয় দিবসের অনুষ্ঠান শেষে গ্যালারী এভাবে পরিস্কার করছেন ভিবিডি সদস্যরা Ñযাযাদি
সবাই যখন বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়াম থেকে বের হচ্ছেন তখন একদল স্বেচ্ছাসেবক ঝাড়– আর বেলচা হাতে ব্যস্ত হয়ে পড়ল মাঠ পরিষ্কার করতে। তারা গোটা মাঠ, গ্যালারি ও আশপাশে এলাকায় পড়ে থাকা ময়লা-আবজর্না পরিষ্কার করল। যা বিজয় দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে সব মানুষের কাছেই ছিল অনুকরণীয় দৃষ্টান্ত। ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল যুবক পরিচ্ছন্নর এ কাজটি এভাবেই সম্পন্ন করল। সংগঠনটির সভাপতি মাহমুদুর হাসান রায়হান বলেন, ‘স্বাধীনতা মানে সুন্দর পরিচ্ছন্ন জাতি হিসেবে পৃথিবীর বুকে নিজেদের তুলে ধরা। যা দেখে অন্য জাতিরা আমাদের শ্রদ্ধা করবে। এবার বিজয় দিবসে আমাদের অঙ্গীকার ‘চাই পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ’। তাই আমরা পটুয়াখালী স্টেডিয়ামে কুচকাওয়াজ শেষে মাঠের সৌন্দযর্ ফিরিয়ে আনতে কাজ করেছি। এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।