চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই:আটক ৩

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে চালককে গলাকেটে হত্যার পর তার সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। নিহত অটোরিকশা চালকের নাম কামরুল ইসলাম (১৮)। সে একই উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের নুর উদ্দিন কলা মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি বাজার থেকে নিহত চালক কামরুল ইসলামের অটোরিকশাটি লালাবাজারে যাওয়ার উদ্দেশে ভাড়া করে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য আব্দুস ছালাম ও নাজিম উদ্দিন। ওই রাতেই দক্ষিণ সুরমা উপজেলার বাঘরকলা গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এদিকে নিহত অটোরিকশাচালক কামরুলের মামাতো ভাই জামিল আহমদ পুলিশকে জানায় শনিবার সন্ধ্যায় আব্দুস ছালাম ও নাজিম উদ্দিন অটোরিকশাসহ তাকে রিজাভর্ নিয়েছে বলে দেখেছে। এরই সূত্র ধরে রোববার সকালে এই দুই ছিনতাইকারীকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। পরে আটককৃতদের স্বীকারোক্তিতে হত্যার কাজে ব্যবহৃত ছুরি ও অটোরিকশা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেনÑ জগন্নাথপুর উপজেলার আটঘর গ্রামের আব্দুর রউফের পুত্র আব্দুস ছালাম (৩০), একই গ্রামের আমজাদ আলীর পুত্র নাজিম উদ্দিন (৩২) ও কোতোয়ালি থানার আল মদিনা আবাসিক এলাকার রাকিব মিয়ার বাসার ভাড়াটিয়া আলফু মিয়ার পুত্র হাফিজুর রহমান (২৪)।