নিখেঁাজের ৩ মাস পর মহিলার লাশ উদ্ধার

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
নিখেঁাজের ৩ মাস পর হবিগঞ্জের নবীগঞ্জে হাওরের ধানক্ষেত থেকে সুজনা বেগম (২৯) নামের স্বামী পরিত্যক্ত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের ইলিমপুর হাওরে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুজনা বেগম একই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামে তোলাফর উল্লার কন্যা। সুজনার পরনের কাপড় দেখে তার পরিবারের সদ্যরা সুজনাকে শনাক্ত করেন। এ ঘটনায় কইখাই গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র ও সুজনার কথিত প্রেমিক শাহীন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় সুজনার ভাই শাহিদুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ রোববার সকালে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যামামলা দায়ের করেছে। জানা যায়, চলতি বছরের ৩১ অক্টোবর সন্ধ্যায় সৈয়দপুরে খালার বাড়ি যাবার পথে নিখেঁাজ হয় সুজনা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খেঁাজাখঁুজি করেও তার সন্ধান পাননি। এ ব্যাপারে সুজনার পিতা তোলাফর উল্লা ওই দিন নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচাজর্ ইকবাল আহমেদ।