বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় শহরের উলীপুর পাড়ার জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ব্যালট পেপারের মাধ্যমে কাউন্সিলরদের গোপন ভোটে নির্বাচন হয়। এতে স্বাধীন-জুয়েল পরিষদ ও মজনু-নিলু পরিষদ পৃথক দুটি প্যানেল নির্বাচনে অংশ নেন। এতে পৌর বিএনপির চারটি পদের তিনটিতেই স্বাধীন-জুয়েল পরিষদের প্রার্থীরা জয়ী হন।
সভাপতি পদে স্বাধীন কুমার কুন্ডু ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজনুর রহমান মজনু পেয়েছেন ২০৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহম্মেদ জুয়েল ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজার রহমান নিলু পান ২৫০ ভোট।
এর আগে দ্বি-বার্ষিক এ সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ ইছাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd