ফকিরহাটে ৪০ ইউপি সচিবের পারস্পরিক শিখন কর্মশালা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ০০:০০

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষনার্থী ৪০ জন ইউপি সচিবের সঙ্গে পারস্পরিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) অর্জন, অংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৭ জেলার ৪০ জন ইউপি সচিব এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সিনিয়র সহকারী সচিব ও উপপরিচালক আল মুক্তাদির হোসেন, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, গবেষণা কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক মো. আবু এখতিয়ার হাশেমী। সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। উপস্থিত ছিলেন লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, সচিবরা মো. শফিকুল হক, মোহাম্মদ আলম হোসেন, মো. মোবাশ্বের আলী, মুহাম্মদ আজিজুর রহমান ছালাম, মো. আশরাফুল ইসলাম, মো. আখতারুজ্জামান, মো. এরশাদ আলী প্রমুখ।